আজকাল ওয়েবডেস্ক: হাইওয়েতে এক বাইকে তিন সওয়ারি। তাও আবার হেলমেট ছাড়া। বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পেলেন তিন যুবক। সমাজমাধ্যমে ওই বাইক দুর্ঘটনার ভিডিও নিমিষে ভাইরাল হয়ে গিয়েছে। কমেন্টে অনেককেই তাঁদের জন্য চিন্তা প্রকাশ করেছেন।
পথদুর্ঘটনা সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এরই মাঝে ফের পথদুর্ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে রাঁচি-পাটনা হাইওয়েতে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, তিন যুবক একই বাইকে চেপে গন্তব্যস্থলের দিকে যাচ্ছেন। হাইওয়ের ওপর তাঁদের বাইকটি একটি চার চাকা গাড়ি এবং ট্রাকের মাঝে পড়ে যায়। দু'টি গাড়ির মাঝে থাকার সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় বাইকটি। যথারীতি বাইকে থাকা তিনযুবকও রাস্তায় পড়ে যান। বাইকের একদম গা ঘেষে বেরিয়ে যায় ট্রাকটি। নিজেদের কোনও রকমে সামলে নিয়ে উঠে দাঁড়ায় ওই তিন যুবক। কোনও মতে প্রাণে বেঁচে গিয়েছেন তিনজনই।
ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, জীবন সবাইকে দ্বিতীয় সুযোগ দেয় না। আশা করা যাক এরা নিজেদের ভুল থেকে শিক্ষা নেবে।
